শেখ শাহিনুর ইসলাম শাহিন, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় পুষ্টি উন্নয়ন বিষয়ক গণ শুনানি অনুষ্ঠিত হয়েছে।
ক্রেইন প্রকল্পের আওতায় রূপান্তরের আয়োজনে বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ গণ শুনানি অনুষ্ঠিত হয়।
উপজেলা র্নিবাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন রূপান্তর ক্রেইন প্রকল্পের এ্যডভোকেসি এন্ড ক্যাম্পেইন কো-অর্ডিনেটর তছলিম আহমেদ টংকার।
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাঃ কামরুননেছা, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, আর এম ও ডাঃ আব্দুল আওয়াল, প্রকল্পের প্রজেক্ট কোর্ডিনেটর খালেদা হোসেন মুন, জেলা সি এস ও, গাংনী ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এ এম এম মফিজুর রহমান, প্রধান শিক্ষক শেখ সোহেল রানা, এনজিও প্রতিনিধি,কিশোর কিশোরী সদস্য, পিয়ার এডুকেটর সদস্য, উপকারভোগী, জেলা সিএসও শরিফুল বাসার, জেজেএস এর উপজেলা কোঅর্ডিনেটর নব কুমার সাহা ও রূপান্তরের আব্দুল করিম প্রমূখ।