Nabadhara
ঢাকাশুক্রবার , ২৯ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ইউপি নির্বাচনঃ কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলা-ভাংচুরের অভিযোগ

MEHADI HASAN
অক্টোবর ২৯, ২০২১ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

কাল‌কি‌নি ডাসার প্রতিনিধি :

মাদারীপুরের কালকিনিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছে অন্তত ৮ জন। বৃহস্পতিবার রাতে কালকিনি উপজেলার আলীনগরে স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান মিলনের বাড়িতে এই ঘটনা ঘটে।

এই ঘটনার পর পুরো এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রতিপক্ষ নৌকার প্রার্থী সাহীদ পারভেজের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ স্বতন্ত্র প্রার্থী মিলনের। এদিকে সব অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত নৌকার প্রার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে নির্বাচনী প্রচারনা শেষে বাড়ি ফিরছিলেন কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান মিলন। এ সময় তাকে কালিগঞ্জ থেকে ধাওয়া করে ২০ থেকে ৩০ জন দুর্বৃত্ত। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিলনের বাড়িতে ব্যাপক হামলা ও ভাংচুর চালায় তারা। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরনের ঘটনা ঘটে। হামলায় একটি প্রাইভেটকার, ১০টি মোটরসাইকেল তছনছ করা হয়। বাঁধা দিতে গেলে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয় অন্তত ৮ জনকে। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। প্রতিপক্ষ নৌকার প্রার্থী সাহীদ পারভেজের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ স্বতন্ত্র প্রার্থী মিলনের।

এদিকে সব অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত নৌকার প্রার্থী। প্রসঙ্গত, আগামী ১১ নভেম্বর কালকিনি উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হবে নির্বাচন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।