কালকিনি/ ডাসার প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামে ক্ষুদ্র ব্যবসায়ী শরফুদ্দিন রাঢ়ির মুদি দোকানে আজ(শনিবার) রাত ৩টায় পেট্রোল দিয়ে অগ্নীসংযোগ করেছে দূর্বৃত্তরা। এতে দোকানের টিভি ফ্রিজ সহ অন্যান্য মালামাল পুড়ে ৪লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।
গ্রামবাসী ও ভূক্তভোগী শরফুদ্দিন রাঢ়ি জানায় রাতে আগুনের লেলিহান শিখা দেখে সবাই আগুন নেভাতে ছুটে আসে কিন্তু দোকানের প্রবেশ দরজায় তালা ভাঙ্গা দেখে এবং পেট্রোলের গন্ধপেয়ে তারা হতভম্ভ হয়ে যায়। ৩ঘন্টা প্রাণপন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে সব পুড়ে ছাই হয়ে যায়।
এঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার দাবী করেছে ভূক্তভোগী পরিবার।