কালকিনি, ডাসার প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখাঁন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ চাঁন মিয়া শিকদারের নৌকা প্রতীকে শনিবার রাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে আজ রোববার বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও এলাকাবাসী। পরে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। তবে এ বিষয় মামলার প্রস্তুতি চলছে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ।
এলাকা ও প্রার্থীর অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সিডিখাঁন ইউপির চরদৌলত খাঁন গ্রামের গিয়াসউদ্দিন খাঁনের বাড়ির সামনে আওয়ামী লীগের প্রার্থী মোঃ চাঁন মিয়া শিকদারের কাপড়ে মোড়ানো একটি নৌকা টানানো ছিল এবং সেখানে একটি নৌকার নির্বাচনী অফিস করা হয়। কিন্তু প্রতিহিংসায় বসত দূর্বৃত্তরা ওই নৌকাটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। নৌকার অফিসে সামনে কয়েকটি বোমা বিস্ফোরন করে। পরে সকালে স্থানীয় লোকজন দেখতে পেয়ে কালকিনি থানা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে কালকিনি থানা পুলিশ মোতায়ন করা হয়। এসময় স্থানীয় এলাকাবাসী নৌকা পোড়ানো ও বোমা বিস্ফোরনের প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এসময় উপস্থিত ছিলেন আ.লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী চাঁন মিয়া শিকদার, সিডিখান ইউপি আ.লীগের সহ-সভাপতি জালাল সিকদার, আওয়ামী লীগ নেতা কৃষ্ণকান্ত সিকারী, যুবলীগ নেতা জামাল সিকদার, ছাত্রলীগ নেতা মিঠুন মন্ডল ও বাবুল বেপারী প্রমূখ।
আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ চাঁন মিয়া শিকদার অভিযোগ করে নবধারা কে বলেন, আমার গণজোয়ার দেখে আমার টানানো নৌকা পুড়িয়ে দিয়েছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন প্যাদার লোকজন। এবং তার সমর্থকরা রাতে দুইটিস্থানে বোমা বিস্ফরনের ঘটনা ঘটিয়েছে। আমি তাদের নামে মামলা করব। অভিযুক্ত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন প্যাদা বলেন, আমি নৌকায় আগুন দেইনি।
এব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ ইসতিয়াক আসফাক রাসেল নবধারা কে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।