মেজবা রহমান;স্টাফ রিপোর্টারঃ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি) আগামীকাল গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে আগামী ১ নভেম্বর ২০২১ দুপুর ১২টায় শুরু হতে যাওয়া ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ উপ-পরিচালক মোঃ মাহবুবুল আলম।
অত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আগামীকাল (সোমবার) ১ নভেম্বর ২০২১ অনুষ্ঠিতব্য ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষায় ৫৯০ জন পরীক্ষার্থী অংশ নিবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর থেকে গুচ্ছভুক্ত দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।