
মেজবা রহমান;স্টাফ রিপোর্টারঃ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি) আগামীকাল গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে আগামী ১ নভেম্বর ২০২১ দুপুর ১২টায় শুরু হতে যাওয়া ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ উপ-পরিচালক মোঃ মাহবুবুল আলম।
অত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আগামীকাল (সোমবার) ১ নভেম্বর ২০২১ অনুষ্ঠিতব্য ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষায় ৫৯০ জন পরীক্ষার্থী অংশ নিবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর থেকে গুচ্ছভুক্ত দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।