Nabadhara
ঢাকাসোমবার , ১ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়া পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে পুলিশ সুপারের ব্রিফিং

MEHADI HASAN
নভেম্বর ১, ২০২১ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়ায় পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে দায়িত্বে নিয়োজিত অফিসার ও ফোর্সদের নিয়ে নির্বাচনী ব্রিফিং করেছেন জেলা পুলিশ সুপার প্রবির কুমার রায়।

এ উপলক্ষ্যে (সোমবার) ১লা নভেম্বর সকাল ১০.৩০ টায় লোহাগড়া থানা চত্ত্বরে লোহাগড়া থানার আয়োজনে নির্বাচনী ব্রিফিং এর আয়োজন করা হয়। উক্ত ব্রিফিং এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) এস, এম, কামরুজ্জামান, লোহাগড়া নির্বাচন অফিসার, আনসার ভিডিপি কমান্ডার, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হেনা মিলন, ডিআইও (১) জেলা বিশেষ শাখা, মীর শরিফুল হকসহ নির্বাচনে নিয়োজিত জেলা পুলিশ ও আনসারের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, লোহাগড়া পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হবে। সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে এবং প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত অফিসার ও ফোর্স, পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিপি ও আনসার মোতায়ন করা হবে। ভোটারদের সঙ্গে সুন্দর ব্যবহারের মাধ্যমে ভোট দেওয়া নিশ্চিত করতে হবে। যদি কোন ব্যক্তি বা গোষ্ঠী বা ভোটার ভোট কেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বিনষ্ট করতে চায়, তাহলে তৎক্ষনিকভাবে নির্বাচন কেন্দ্রের অফিসার উর্দ্ধোতন কর্তৃপক্ষকে অবহিত করে আইনী ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা লোহাগড়া পৌরবাসীদের আস্বস্ত করতে চাই লোহাগড়া পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।