নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে ভোটগ্রহন শেষ হয়েছে।চলছে ভোট গনণা।
আজ শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। শীত উপেক্ষা করে কেন্দ্রগুলোতে আসতে শুরু করে ভোটারা।
তবে পুরুষ ভোটার থেকে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল বেশি।
এ নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ তোজাম্মেল হক টুটুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হওয়ায় শুধুমাত্র কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনে ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৫ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৯টি কেন্দ্রে ২৮টি বুথে ৯ হাজার ৩৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এ নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রগুলোতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।