মোঃমিজানুর রহমান,কালকিনি ডাসার প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার বাশঁগাড়ি ইউপি নির্বাচন উপলক্ষে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় বাঁশগাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নারকেলী কানুরগাও আবদুল খালেক সরদারের বাড়ীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাজাহান সরদার এর সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালকিনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার, মাদারীপুর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনির খাঁন,বাশগাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মজিবুর রহমান খান, কালকিনি উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত হোসেন।
এসময় নৌকার প্রার্থী মাদারীপুর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য, মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের সাবেক ভি.পি আব্দুল্লাহ আল আল মামুন,ভোটারদের উদেশ্য করে বলেন আমি নির্বাচিত হলে বাঁশগাড়ী ইউনিয়নে শান্তি ফিরিয়ে আনতে চাই কোন প্রকার বিশৃঙ্খলা মারামারি হানাহানি খুনখারাবি এবং মানুষের চোখ উঠানো মাদকদ্রব্য বিক্রি কারো মায়ের বুক খালি করতে দেওয়া যাবে না আর এই কারনে ১১তারিখে সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে পারলে আপনাদের উন্নয়ন করা সম্ভব হবে।