Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কিংবদন্তী শিল্পী ভুপেন হাজারিকার আজ প্রয়ান দিবস

MEHADI HASAN
নভেম্বর ৫, ২০২১ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সবিতা রায়, বিশেষ প্রতিনিধিঃ

আজ ৫ নভেম্বর কিংবদন্তী শিল্পী ভূপেন হাজারিকার প্রয়ান দিবস। তিনি ১৯২৬ সালের ৮ সেপ্টেম্বর ভারতের আসামে জন্মগ্রহন করেন।

খুব অল্প সময়ের মধ্যে তিনি গান গেয়ে শ্রোতাদে মন জয় করে নিয়েছিলেন। প্রথমে অসমীয় চলচ্চিত্রে গান পাওয়ার মধ্য দিয়েই তার শিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটে। তার পর থেকে বাংলা, হিন্দি গান গেয়ে শ্রোতাদের মন কেড়ে নিয়েছিলেন। ২০০৬ সালে শ্রোতাদের বিবিসি বাংলা জরিপে ‘মানুষ মানুষের জন্য’ গানটি বিশটি শ্রেষ্ঠ গানের মধ্যে দ্বিতীয় স্থান লাভ করে নেয়।

উচ্চশিক্ষিত ছিলেন ভূপেন হাজারিকা,ভারতে লেখা পড়ার পর তিনি ১৯৫২ সালে নিউইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পি,এইচ,ডি ডিগ্রী লাভ করেন। দুর্ভিক্ষগ্রস্থ ও ভূভূক্ষু মানুষের জন্য ভূপেন হাজারিকার কন্ঠ গেয়ে উঠত মানবতার গান। তাইত তিনি আজ ও জনপ্রিয় হয়ে আছেন। সংগীতে অবদানের জন্য তিনি বিভিন্ন সময়ে অনেক পুরষ্কার পেয়েছেন। ভারতরত্ন,পদ্মবিভূষণ,পদ্মশ্রী,ফেলোশিপ, মুক্তিযুদ্ধ মৈত্রী সন্মাননা,অসম রত্ন, দাদা সাহেব ছাড়াও আরো অনেক পূরষ্কারে তিনি ভূষিত হয়েছেন।

কবি,গীতিকার,সুরকার,চলচ্চিত্রকার, শিল্পী ভূপেন হাজারিকা ২০১১ সালের ৫ সেপ্টেম্বর কিডনী জনিত বৈকল্যে আক্রান্ত হয়ে ভারতের মহারাষ্ট্রে পরোলোক গমন করেন।

কীর্তিমানের মৃত্যু নেই, তিনি অমর হয়ে থাকবেন চিরকাল শ্রোতাদের অন্তরে।

শিল্পীর প্রয়ান দিবসে নবধারা পরিবারের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।