Nabadhara
ঢাকারবিবার , ৭ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় নানা আয়োজনে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত

MEHADI HASAN
নভেম্বর ৭, ২০২১ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া(বাগেরহাট)প্রতিনধি:

“বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন“এই শ্লোগানকে সামনে রেখে কচুয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৫০ তম জাতীয় সমবায় দিবস পলিত হয়। ৬ নভেম্বর শনিবার সকাল ১০টায় জাতীয় সঙ্গীত শেষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলার শেখ তন্ময় মিলনায়তনে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় অধিদপ্তর ও সমবায়ীবৃন্দের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভার পুর্বে সমবায়ীদের উদ্যেগে ১টি র‌্যালী বের হয়ে কচুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার উপজেলা চত্তরে এসে শেষ হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর আহবায়ক মীর আওসাফুর রহমান মারুফের সঞ্চলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো:হুমাউন কবির । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফিরোজ আহম্মেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম,কচুয়া সরকারি শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত)অধ্যক্ষ হরপ্রসাদ মিস্ত্রী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তৃতা করেন কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেখ সরোয়ার হোসেন সহ বিভিন্ন সমবায় সমিতির সভাপতি সম্পাদক বৃন্দ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাড়িপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নাজমা আক্তার,কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী সাঈদুজ্জামান ,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংবাদিক উজ্জল কুমার দাস, শিকদার সাইদুল ইসলাম,মো: তরিকুল ইসলাম,মো: মারুফ হোসেনসহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।