মোঃ আসাদুজ্জামান আসাদঃ
নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনে তিন জন মেয়র প্রার্থী, ১ জন সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী ও ৯ জন কাউন্সিলর প্রার্থী জামানত হারিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস থেকে জানা যায়, উৎসবপূর্ণ পরিবেশে মোট ১৪৯২১ ভোটারের মধ্যে ৭৩.৩৭% বা (১০৯৪৯) বৈধ ভোটের মাধ্যমে ৩০ জানুয়ারী নির্বাচন সম্পন্ন হয় এ পৌরসভায়।
এতে ৬ জন মেয়র প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত ধানের শীষের শফিকুল ইসলাম ফরিদ, জাতীয় পার্টি এরশাদ মনোনীত লাঙ্গল প্রতিকের নুরুল ইসলাম ও পৌর যুবলীগের সভাপতি জগ প্রতিকের সতন্ত্র প্রার্থী শিশির কর্মকারের জামানত বাতিল হয়।
এছাড়া সংরক্ষিত মহিলা আসন-১,২ও ৩ নং ওয়ার্ড এর কাউন্সিলর প্রার্থী মোসা. হাসিনা মনি (অটো রিক্সা), সাধারণ আসন ০১নং ওয়ার্ডের মানিক লাল সরকার ((উটপাখি),মো. রুহুল আমিন (ডালিম), ২ নং ওয়ার্ডের মোঃ মোস্তাফিজুর রহমান (উটপাখি) , ৩ নং ওয়ার্ডের অজয় কুমার দাস (ডালিম), ফরিদুল ইসলাম কাজল (পানির বোতল), মোঃ সাজাহান (উটপাখি),৪ নং ওয়ার্ডের মোঃ ছলেমান (ডালিম), ৬ নং ওয়ার্ডের গাফ্ফার আকন (পাঞ্জাবি) ৯ নং ওয়ার্ডের মোঃ ইমাম হোসেন (ডালিম) এর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
প্রসঙ্গত, মোট কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগ কোনো প্রার্থী না পেলে তার জামানত বাতিল হবে নির্বাচন আইনে।
নবধারা/বিএস