শফিকুল ইসলাম সাফা (স্টাফ রিপোর্টার) চিতলমারীঃ
চিতলমারীর ১নং বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে নৌকার কান্ডারি হতে চান মুক্তি যোদ্ধা পরিবারের সন্তান এম, এ খসরু আহম্মেদ উকিল। তিনি উপজেলার ১নং বড়বাড়িয়া ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের বঙ্গবন্ধুর রাজনীতিক সহচর মরহুম সামচু উদ্দিন আহম্মেদ সিকো মাষ্টারের ছেলে।
খসরু আহম্মেদ বর্তমান উপজেলা আ’লীগের যুব ও ক্রীয়া সম্পাদক। তিনি বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সহ বেশ কয়েকটি সামাজিক, ধর্মীয় ও সেবামুলক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
নির্বাচনে সামনে রেখে প্রতিটি গ্রামও পাড়া-মহল্লা ঘুরে ঘুরে উঠান বৈঠক ও মতবিনিময় সভা করে যাচ্ছেন তিনি।
আ’লীগ মনোনয়ন প্রত্যাশী এম, এ খসরু আহম্মেদ বলেন, “আমি একজন মুক্তি যোদ্ধার সন্তান। আমার বাবা মরহুম সামচু উদ্দিন আহম্মেদ, জাতির পিতা বঙ্গবন্ধুর রাজনীতিক সহচর ছিলেন। বাবার সেই স্মৃতি ও আদর্শ কে ধরে রেখে ছাত্রলীগ থেকে বর্তমানে আ’লীগের রাজনীতি করছি। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র শেখ হেলাল উদ্দিন এমপি আমার রাজনিতিক আদর্শ। বঙ্গবন্ধুর একনিষ্ট রাজনীতিক সহচর ও মুক্তি যোদ্ধা পরিবারের সন্তান হিসেবে আসন্ন বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী।”
তিনি আরো বলেন, “দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে জাতির পিতার সোনার বাংলা গড়ার লক্ষ্যে ইউনিয়ন বাসিকে সাথে নিয়ে একটি জবাবদিহিমূলক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। ইউনিয়ন পরিষদের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়াই হবে আমার লক্ষ্য।”
নবধারা/বিএস