Nabadhara
ঢাকাসোমবার , ১৫ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় বোনকে হত্যার দ্বায়ে ভাইয়ের মৃত্যুদন্ড!

MEHADI HASAN
নভেম্বর ১৫, ২০২১ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া উপজেলা নড়াগাতী থানার কালীনগর গ্রামে বোনকে হত্যার দ্বায়ে রিপন মোল্যা নামে এক আসামীকে মৃত্যুদন্ডসহ ২০ হাজার টাকা জরিমানা আরোপ করেছেন জেলা দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান। ১৫ নভেম্বর (সোমবার) সকাল ১০ টায় এ রায় ঘোষনা করা হয়। রিপন মোল্যা ওই গ্রামের মোকসেদ মোল্যা ওরফে মকু মোল্যার ছেলে।

রায় ঘোষনার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের নভেম্বর মাসের ২৫ তারিখে ভিকটিম ও মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীর বোন ফাতেমা পার্শ্ববর্তী নলিয়া নদীতে কাপড় পরিস্কার করতে গেলে আসামী রিপন মোল্যা তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে চুবিয়ে এবং বাঁশের লাঠি ও ট্যাংগারী দিয়ে মাথায় ও শরীরে আঘাত করে রক্তাক্ত জখম করে হত্যা করে লাশ পানির নীচেয় কাদার মধ্যে পুতে রাখে। পরবর্তীতে আসামীর ভাই রাশেদ মোল্যার তথ্য মতে ফাতেমার মরদেহ উদ্ধার করে এবং রিপনকে পুলিশ গ্রেফতার করে। অতঃপর এজাহারকারী নড়াগাতী থানায় হাজির হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। যার নম্বর-১৬ তারিখ- ২৫/০১/২০২১৯ইং এবং জিআর ১৬/১৯এনজি। প্রায় ৩ বছর পর স্বাক্ষ্য প্রমান শেষে আসামী রিপন মোল্যাকে মৃত্যুদন্ডসহ জরিমানার আদেশ এবং জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকুলে বাযেয়াপ্ত ও বিধি মোতাবেক ধ্বংসের নির্দেশ দেন বিচারক ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।