Nabadhara
ঢাকাবুধবার , ৩ ফেব্রুয়ারি ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের সময় ড্রেজারসহ আটক ৩

MEHADI HASAN
ফেব্রুয়ারি ৩, ২০২১ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া(নড়াইল)প্রতিনিধিঃ

নবগঙ্গা নদী থেকে অবৈধ বালু তোলার সময় ৩টি ড্রেজার মেশিন ও একটি বলগেটসহ ৩ জনকে আটক করেছে নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া নৌ-ফাঁড়ি পুলিশ। গতকাল বুধবার দুপুরে উপজেলার নবগঙ্গা নদীর মাধবপাশা বাজার নামক স্থান থেকে পুলিশ তাদেরকে আটক করেছে।

ওই ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, এ নদী থেকে অবৈধভাবে বালু তোলার সংবাদ পেয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির আইসি এস আই মো. আছাদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ওইদিন দুপুর ১২ টার দিকে অভিযান চালিয়ে কুমিল্লা জেলার মেঘনা উপজেলার নলচর গ্রামের আ: বারেকের ছেলে মো. রানা মিয়া (২৫), বরিশালের মেহেদীগঞ্জ উপজেলার সের্নিয়াবাদ গ্রামের মালেক ব্যপারীর ছেলে বাবুল হোসেন (৩৪) ও খুলনা জেলার খানজাহান আলী থানার যোগীর পোল গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলামকে (২৭) আটক করাসহ তাদের পরিচালিত ৩টি ড্রেজার মেশিন ও এবটি বলগেট আটক করেছে।

বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির আইসি এস আই আছাদুজ্জামান বলেছেন, উর্দ্ধতন কতৃক্ষের সাথে পরামর্শক্রমে আটককৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। 

নবধরা// এমএইচ ০০৭

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।