Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় গভীর রাতে কেরোসিন ঢেলে দোকান ঘরে আগুন

Bayzid Saad
নভেম্বর ১৮, ২০২১ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গভীর রাতে কেরোসিন ঢেলে দোকান ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দিবাগত আনুমানিক রাত ৩ টার দিকে টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দোকানের সামনে ও ভেতরে কেরোসিনের বোতল ও আগুন লাগানোর সামগ্রী দেখতে পাওয়া যায়।

রফিক বিশ্বাস বলেন, গভীর রাতে জমি জমা কে কেন্দ্র করে সোহেল ফকিরের দোকানে কেরোসিন ঢেলে আগুন দেয়া হয়েছে। এ সময় দোকানে থাকা ১০ লক্ষ টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

টুঙ্গিপাড়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার খান এহসান উল আলম নবধারা কে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। কি কারণে আগুনের সূত্রপাত সেটি তদন্ত করে জানাতে পারবো।

ক্ষতিগ্রস্ত দোকানদার সোহেল ফকিরের মা বাহারোন বেগম বলেন, আমার ছেলের দোকানে জমিজমার শত্রুতার জের ধরে আগুন দেয়া হয়েছে। এর আগে এই দোকানের জন্য চারবার মামলা করে তারা। তারা আমাদের আত্মীয় তারা আমাদের কাছে দহত্তরী পারে। এর আগে চারবার আদালতে মামলা করলেও আমার ছেলে রায় পেয়েছে। আমার ছেলের দোকানে রাতের অন্ধকারে আগুন দিয়ে আমাদের পরিবারকে সর্বস্বান্ত করে দিল আমি এর বিচার চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।