Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় বীর মুক্তিযোদ্ধা মুনসুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

MEHADI HASAN
নভেম্বর ১৮, ২০২১ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের কচুয়ায় আজ বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধা মো: মুনসুর আলী কোটাল(৭২) দৈবজ্ঞহাটি বাজারে ব্রীজের নিকট হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেন।

বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৪টায় তাঁকে তাদের পারিবারিক ঈদগা ময়দানে রাস্ট্রিয় মর্যাদায় গার্ড অব অর্নার শেষে ঐ একই স্থানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজস্ব পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তারঁ ১ স্ত্রী ও ৩ পুত্র সন্তান রয়েছেন। তিনি কচুয়া উপজেলার পিংগড়িয়া গ্রামের মৃত: মো: মোন্তাাজ আলী কোটাল এর পুত্র।

এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার,কচুয়া উপজেলা নির্বাহী উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল, কচুয়া থানা অফিসার্স ইন চার্জ মো: মনিরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম,যুগ্ম সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, যুগ্ম সম্পাদক মো: মোস্তফিজুর রহমান মোস্ত,উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ শিকদার হাবিবুর রহমান, চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: আলতাপ হোসেন কোটাল, বীর মুক্তিযোদ্ধা মো: বেলায়েত হোসেন কোটাল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কোতোয়াল ইলিয়াস আহম্মেদ সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধাগন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।