Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সিসি ক্যামেরার নজর দারিতে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

Bayzid Saad
নভেম্বর ১৯, ২০২১ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ

অবাঞ্ছিত লোকজনের আনাগোনা ও অপরাধ নিয়ন্ত্রণে ক্লোজ সার্কিট ক্যামেরায় (সিসি ক্যামেরা) নজরদারির আওতায় আনা হয়েছে বাগেরহাটের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উন্নত দেশের আদলে আধুনিক উন্নত প্রযুক্তিতে সর্বক্ষনিক গোটা স্বাস্থ্য কমপ্লেক্সটি মনিটরিং নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এখন থেকে পুরো হাসপাতালটি উন্নত প্রযুক্তির আধুনিক সিসি ক্যামেরার নজর দারিতে রয়েছে। ফলে দালালদের ততপরতা কমে যাবে। এবং কর্মকর্তা কর্মচারীদের কাজের গতিবিধিও মনিটরিং করা যাবে।

চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান নবধারা কে জানান, সিসি ক্যামেরা স্থাপনের ফলে এখন থেকে হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা যথাসময়ে আসা- যাওয়া ও তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করছে কিনা সেটি মনিটরিং করা যাবে। এছাড়া অবাঞ্ছিত লোকজন হাসপাতালে আনাগোনা করলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।