Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ ফেব্রুয়ারি ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বঙ্গবন্ধু সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় তারেক রহমানের ২ বছরের কারাদন্ড

MEHADI HASAN
ফেব্রুয়ারি ৫, ২০২১ ১০:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম,নড়াইলঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেয়ার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২ বছরের বিনাশ্রম কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার বেলা ১১ টায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ নড়াইল এর বিচারক আমাতুল মোর্শেদা এ আদেশ দেন।

জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সঞ্জিব কুমার বসু মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।অ্যাডভোকেট সঞ্জিব কুমার বসু আরও বলেন, করাদন্ডপ্রাপ্ত আসামী তারেক রহমানের অনুপস্থিতিতে আদালত এ আদেশ দেন। আসামী গ্রেফতারের পর থেকে এ রায়  কার্যকর হবেবলেও জানান তিনি। উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর ২০১৪ সালে বিজয় দিবস উপলক্ষে তারেক জিয়া ইংল্যান্ডের ইস্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংক ওয়েট হলে যুক্তরাজ্যে বিএনপির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আপত্তিকর বক্তব্য রাখেন। এ ঘটনায় ২৪ ডিসেম্বর ২০১৪ সালে নড়াইলের কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাজাহান বিশ্বাস বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

 

নবধারা/ এমএইচ০০৭

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।