Nabadhara
ঢাকাসোমবার , ২২ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

MEHADI HASAN
নভেম্বর ২২, ২০২১ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া, নড়াইলঃ

নড়াইলের কালিয়ায় ৫ হাজার প্রান্তিক চাষীদের উপস্থিতিতে বিনা মূল্যে রাসায়নিক সার ও বীজ প্রদান করা হয়েছে। উচ্চ ফলনশীল ধানের বীজ ও সার বিনামূল্যে পেয়ে চাষীরা খুব খুশি এবং সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। ২২ নভেম্বর (সোমবার) বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার সুবির কুমার বিশ্বাসের আয়োজনে ও সঞ্চালনায় বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন নড়াইল-১ এর সাংসদ বি,এম,কবিরুল হক (মুক্তি), সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ী, নড়াইল এর উপ-পরিচালক দীপক কুমার রায়। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম, প্রানী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ খবির উদ্দিন ও গনমাধ্যম কর্মীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রান্তিক চাষীরা। উপজেলা কৃষি অফিসার সুবির কুমার বিশ্বাস সাংবাদিকদের বলেন, আমরাই প্রথম উপজেলার ৩ হাজার কৃষককে ২ কেজি করে বালাইনাশক হাইব্রীড ধানের বীজ এবং ২ হাজার কৃষককে ৫ কেজি করে উফশী ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সারসহ মোট ৫ হাজার প্রান্তিক চাষীকে বিনামূল্যে সরকারী বীজ ও সার প্রদান করছি। অধিক উৎপাদনের লক্ষ্যে আমরা উচ্চফলনশীল বীজ আমরা বিনামূল্যে বিতরণ করছি। করোনাকালীন সময়ে কৃষকের ঘরে ধান থাকলে আমাদের অভাব থাকবেনা। এছাড়া তিনি কৃষি বিষয়ক যে কোন সমস্যায় কৃষকদের তাঁর সাথে পরামর্শ গ্রহন করার আহ্বান জানান।

উপ-পরিচালক দীপক কুমার রায় ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ জহুরুল ইসলাম সরকার প্রদত্ত বীজের স্বাস্থ্যগত গুনাগুন ও ব্যবহারবিধি সম্পর্কে অবহিত করে কৃষকদের বলেন, বিনা মূল্যের বীজ ভেবে আপনারা অবহেলা করবেন না। তাতে আমরা বিশাল এক উৎপাদন থেকে বঞ্চিত হবো এবং করোনা কালিন সময়ে সরকারের যে উদ্দেশ্য সেটা ব্যহত হবে। এটি একটি উচ্চ ফলনশীল বীজ। আপনাদের হাতের পরশ পেলে এবং এর যথাযথ পরিচর্যা করলে খাদ্যে আমরা আরো সাবলম্বি হবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।