Nabadhara
ঢাকাসোমবার , ২২ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে জমি দখল করতে প্রতিপক্ষের স্কুল ও দোকানপাট ভাঙচুর

MEHADI HASAN
নভেম্বর ২২, ২০২১ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

কালকিনি প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর বাজারে বিবাদমান জমি দখল করতে প্রতিপক্ষের দোকান ঘর ও একটি কেজি স্কুল ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ। এনিয়ে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হলে নিজেদের নিরাপত্তায় থানায় সাধারন ডায়েরী করা ও ঘটনাস্থলে শান্তিশৃংঙ্খলা বজায় রাখতে আদলতে ফৌজদারীকার্যবিধি ১৪৪/১৪৫ধারায় মামলা দায়ের করেছে ভূক্তভোগী পরিবার।

গ্রামবাসী ও ভূক্তভোগী পরিবার জানায়, সাহেবরামপুর বাজারের একটি জমি নিয়ে সাহেবরামপুর গ্রামের মরহুম ফজলুল হক সরদারের ছেলে আবুজাফর সালেক সরদারের সাথে একই গ্রামের মরহুম জিয়াউদ্দিন নোমান সরদারের ছেলে রাহাদ মাহমুদ সরদারের সাথে দীর্ঘদিন ধরে দ্ব›দ্ব ও আদালতে মামলা চলে আসছে। উক্ত জমিতে আবুজাফর সালেক সরদার স্থাপনা নির্মান করে একটি কেজি স্কুল ও দোকান পরিচালনা করছে। কিন্তু ১৪ নভেম্বর সকালে রাহাত মাহমুদ ও তার ভাই রিয়াজ সরদার লোকজন নিয়ে প্রতিপক্ষ আবুজাফর সালেক সরদারের নির্মান করা দোকান ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়। উপায়ান্তর না দেখে ১৭ নভেম্বর মাদারীপুর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধি ১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের করে ভূক্তভোগী আবুজাফর সালেক সরদার।

আদালত অভিযোগ আমলে নিয়ে উক্ত স্থানে শান্তিশৃংঙ্খলা বজায় রাখা এবং জমিতে প্রবেশ না করা এবং জমির আকার আকৃতির পরিবর্তন না করার নির্দেশ দেয়।কিন্তু তাতে ও প্রভাবশালী রাহাত মাহমুদ না থামায় ভূক্তভোগী পরিবার পরিবারের নিরাপত্তার জন্য ২০নভেম্বর থানায় একটি সাধারন ডায়েরী করে।
ভাঙচুর ও হুমকীধামকী প্রদর্শনের অভিযোগের ব্যাপারে রাহাদ মাহমুদ সরদার বলেন ‘ উক্ত জমির দ্ব›েদ্বর জেরে ২০০৭ সালে মামলা দায়ের করলে ২০১৭ সালে আমরা রায় পাই। কিন্তু প্রতিপক্ষ আবুজাফর সালেক তাতে আপিল করে। জমিতে আমরাই ভোগ দখলে আছি।
এ ব্যাপারে কালকিনি থানারএ.এস.আই মোঃজাকির হোসেন বলেন ‘আদালতেরনির্দেশ মতে উভয় পক্ষকে নোটিশ দিয়েছি এবং শান্তিশৃংঙ্খলা বজায় রাখতে আমরা সর্বদা সোচ্চার আছি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।