Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় সাইক্লোন সেন্টারের নির্মাণ কাজ ঘুরে দেখলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

MEHADI HASAN
নভেম্বর ২৩, ২০২১ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি বলেছেন, দুর্গত এলাকার মানুষকে উদ্ধার করে নিয়ে আসা, তাদের মাঝে ত্রাণ বিতরণ ও গবাদিপশুকে নিরাপদ স্থানে সরিয়ে আনার জন্য আমরা মাল্টিপারপাস এক্সের্সিসেবল উদ্ধারকারী নৌকা তৈরি করেছি যা প্রকৃতিক দুযোগ হতে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করবে। আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ত্রিপল্লীর শেখ আবু নাসের বিদ্যালয়ের  সাইক্লোন সেন্টারের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, এসব সাইক্লোন সেন্টারে স্বাভাবিক সময়ে স্কুলের কাযক্রম চলবে, দু্যোগের সময় সাইক্লোন সেন্টার হিসেবে ব্যাবহার করা যাবে।আমরা দেশের বিভিন্ন জেলা উপজেলায় এ প্রকল্পের আওতায় ৪২৩ টি সাইক্লোন সেন্টার নির্মান করেছি যার কাজ এখন প্রায় শেষের দিকে।

 

তিনি আজ মঙ্গলবার সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সচিব মোঃ মোহসীন, গোপালগঞ্জের জেলা প্রশাসক সাহিদা সুলতানা, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ বাবুল শেখ, উপজেলা নির্বাহী অফিসার একে এম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম সহ সরকারী কর্মকর্তা ও স্থাণীয আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।