মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া, নড়াইলঃ
নড়াইলের কালিয়ায় আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অপ্রীতিকর ঘটনা ও সহিংসতা এড়াতে জেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়,জেলা নির্বাচন অফিসার মোঃ ওয়ালিউল্লাহ, সহকারি পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার, কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ কনি মিয়া, নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছাঃ রোখসানা খাতুন, ওসি ডিবি সুকান্ত সাহাসহ নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীগন। পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও আনসার নিয়োজিত থাকবে।
এ সময় তিনি সকলকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে ও নির্বাচনী বিধিমালা মেনে পারস্পারিক সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের জন্য আহ্বান জানান। উল্লেখ্য, তৃতীয় ধাপে কালিয়া উপজেলার ১২টিসহ মোট ১০০৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮শে নভেম্বর অনুষ্ঠিত হবে।