1. nabadhara@gmail.com : Nabadhara : Nabadhara ADMIN
  2. bayzidnews@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  3. bayzid.bd255@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  4. mehadi.news@gmail.com : MEHADI HASAN : MEHADI HASAN
  5. jmitsolution24@gmail.com : support :
  6. mejbasupto@gmail.com : Mejba Rahman : Mejba Rahman
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩০ অপরাহ্ন

কালিয়ায় ড্রেজারে বালু উত্তোলনের প্রতিবাদে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিতঃ সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২৮ জন নিউজটি পড়েছেন।

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়ায় ড্রেজারে বালু উত্তোলনের প্রতিবাদে বড়কালিয়া, ঘোষনাওরা ও বৃ-হাচলা গ্রামের ক্ষতিগ্রস্তরা মানববন্ধন করেছে। ৬ ফেব্রুয়ারী (রোববার) বিকাল ৪ টায় উপজেলার ঘোষপাড়া নবগঙ্গা নদীর পাড়ে তিন গ্রামের কয়েকশত লোক এ মানববন্ধনে শামিল হন। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, ১ নং ওয়ার্ড কাউন্সিলর অশোক ঘোষ, সাবেক কাউন্সিলর অষিত ঘোসসহ আরো অনেকে।

বক্তারা বলেন, নবগঙ্গা নদীর ভাঙ্গনে বিদ্ধস্ত তিনটি গ্রামের মানুষ সহায়সম্বল হারিয়ে রাস্তার পাশে ও বিলের মধ্যে কোনরকম ছাপরা উঠিয়ে মানবেতর জীবনযাপন করছে। নদীতে চর জাগায় তাদের মনে আশার সঞ্চার হয়। কিন্তু বালু খেকোদের তান্ডবে সেই চর আবারও বিলিন হতে চলেছে। গত বছর মার্চ মাসে ক্ষতিগ্রস্ত গ্রামবাসী বালুমহল ইজারা না দিতে এবং ইজারা বহির্ভূত জায়গায় বালু না কাটার আর্জি জানিয়ে জেলা প্রশাসক বরাবরে একটি আবেদন করেছিলেন। আবেদনটি সংশ্লিষ্ট কয়েকটি দপ্তরে প্রেরণ করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। এ বছরও তকি সরদার প্রভাবশালী মহলকে হাত করে বালু উত্তোলন করছে। মানববন্ধনে বক্তারা তকি সরদারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। তার নেতৃত্বে ইজারা বহির্ভূত স্থানে বালু কাটায় চরের ফসলী জমি ধ্বসে যাচ্ছে। কয়েকদিন পূর্বে ইজারা বহির্ভূত স্থানে বালু উত্তোলনের দ্বায়ে তকি সরদারের লোকদের জরিমানাও করেছে উপজেলা প্রশাসন। তারপরেও থেমে নেই তাদের অবৈধ বালু উত্তোলন। প্রতিনিয়ত দিনে ও রাতে ২০/২৫ টা ড্রেজার নিয়ে নিয়মিত বালু কাটায় ওই চর আবারও নদী হয়ে যাওয়ার আশংকা করছে ক্ষতিগ্রস্তরা। এ ঘটনায় এলাকায় বিরাজ করেছ চরম উত্তেজনা। তাই অনতিবিলম্বে অবৈধ বালু উত্তেলন তথা ইজারা বাতিল না করলে যে কোন মুহুর্তে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। আর তার দ্বায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনকেই নিতে হবে বলে বক্তারা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved সর্বস্বত্বঃ দেশ হাসান
Design & Developed By : JM IT SOLUTION