1. nabadhara@gmail.com : Nabadhara : Nabadhara ADMIN
  2. bayzidnews@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  3. bayzid.bd255@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  4. mehadi.news@gmail.com : MEHADI HASAN : MEHADI HASAN
  5. jmitsolution24@gmail.com : support :
  6. mejbasupto@gmail.com : Mejba Rahman : Mejba Rahman
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ন

নড়াইলে পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১৫৭ জন নিউজটি পড়েছেন।

এস এম শরিফুল ইসলাম নড়াইল 

নড়াইলের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের পুলিশ উপ-পরিদর্শক এসআই ফিরোজ আহম্মেদের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ইজিভ্যান চোর চক্রের ৩ সদস্যকে চোরাই ৩টি ইজিভ্যানসহ গ্রেফতার করেছে ।

 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জেলার লোহাগড়া ও কালিয়া উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

এদিন রাত সাড়ে ১০টার দিকে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- লোহাগড়া উপজেলার মহিষাপাড়া গ্রামের মোহাম্মদ লিয়াকত শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২৩), একই গ্রামের মৃত আইয়ুব আলী শেখের ছেলে men’s small leather toiletry bag Canada air jordan 4 retro military black champion t paidat toner hp 203x cena von dutch cap rioolreinigingsslang 20 meter baskenmütze converse ct 70 black auricolari samsung ebay детски блузи за момче s dyado mraz nike suede vintage idee biglietti regalo compleanno herren hemd hilfiger odlo fehérnemű sukienka dolly beige and black Amazon রেজাউল শেখ (৩৪) এবং কালিয়া উপজেলার মোহাম্মদপুর গ্রামের দাউদ মীরের ছেলে মারুফ মীর (৩২)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ ডিসেম্বর ২০২৩ তারিখ রাতে নড়াইল পৌরসভার ভওয়াখালী পুরাতন বাস টার্মিনাল এলাকা থেকে ৩টি ব্যাটারি চালিত ইজিভ্যান চুরি হয়। পরে ভুক্তভোগী ইজিভ্যানচালক মাহাবুবুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে নড়াইল সদর থানায় একটি চুরির মামলা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) পলাশ কুমার ঘোষ এবং জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহম্মেদ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পেশাদার চোর চক্রের ৩ সদস্য কে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।

 

এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ৩টি ব্যাটারী চালিত ইজিভ্যান উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। আসামিদেরকে শুক্রবার সকালে আদালতে পাঠানো হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved সর্বস্বত্বঃ দেশ হাসান
Design & Developed By : JM IT SOLUTION