Nabadhara
ঢাকাশনিবার , ৪ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন রপ্তানি করতে সক্ষম হবো – টুঙ্গিপাড়ায় বিজিএমই  সভাপতি

Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

বাংলাদেশ পোশাক প্রস্তুতিকারক ও রপ্তানিকারক সমিতি (বি জি এম ই) এর সভাপতি এম এ মান্নান কচি বলেছেন এ বছর আমরা  ৪৭ বিলিয়ন  রপ্তানি করতে পেরেছি, আগামী  ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন রপ্তানি করতে পারবো এই প্রতিজ্ঞা আমরা করছি। তার জন্য সরকারের পক্ষ থেকে নীতি সহায়তা সহ নগদ সহায়তা প্রত্যাহারের পূর্বে  বিকল্প সহায়তার ব্যবস্থা সরকারের রাখতে হবে ।

 

তিনি আজ শনিবার  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবিধানিকদের এক প্রশ্নের জবাবে এ  কথা বলেন।

 

তিনি আরো বলেন, বিজিএমই দৃঢ়-প্রতিজ্ঞ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলার অর্থনৈতিক মুক্তির জন্য মানুষের কর্মসংস্থানের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে বিজিএমই।

এর আগে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

এ সময় বিজিএমই এর  অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।