Nabadhara
ঢাকাশনিবার , ১৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় লালন সাঁই’র ১৩৫তম তিরোধান দিবস পালিত

তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা
অক্টোবর ১৮, ২০২৫ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা

ভোলায় লালন সাঁই-এর ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে ১৭ অক্টোবর ২০২৫ তারিখ জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আরিফুর জামান, ভোলা কলেজের অধ্যাপক আব্দুল হালিম, সরকারি মহিলা কলেজের অধ্যাপক রিয়াজ উদ্দিন, সাংবাদিক ও এডভোকেট নজরুল অনু এবং সাংবাদিক নাসির লিটন প্রমুখ। বক্তারা লালন সাঁই-এর তত্ত্ব ও দর্শন, মানবতা, ধর্মীয় সহিষ্ণুতা ও সমাজ সংস্কারে তার অবদানের ওপর আলোকপাত করেন।

 

আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের অংশগ্রহণে লালন সাঁই-এর গান পরিবেশন করা হয়। দুই পর্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তালহা তালুকদার বাঁধন। অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা গান ও বক্তব্যের মাধ্যমে লালন সাঁই-এর ভাবগম্ভীর জীবন ও শিক্ষার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।