Nabadhara
ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ৭ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২৫ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন। সোমবার (২০ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষক-কর্মচারীরা বিভিন্ন দাবির পক্ষে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে জড়ো হন এবং শিক্ষাব্যবস্থা ও শিক্ষকদের মানোন্নয়নের লক্ষ্যে ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর কাছে ৭ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

দাবিসমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:

১. এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মূল বেতনের ৪৫% হারে বাড়িভাড়া ভাতা নিশ্চিত করা।
২. সকল শিক্ষক-কর্মচারীর জন্য শতভাগ উৎসব ভাতা প্রদান।
৩. চিকিৎসা ভাতা বাড়িয়ে মাসিক ১৫০০ টাকা নির্ধারণ।
৪. ইবতেদায়ী মাদ্রাসা ও নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তকরণ।
৫. অবসর ভাতা ও কল্যাণ তহবিলের পাওনাদি দ্রুত পরিশোধ।
৬. প্রস্তাবিত ইবতেদায়ী মাদ্রাসাগুলোর দ্রুত এমপিওভুক্তকরণ।
৭. স্বৈরাচারী সরকারের আমলে বকেয়া থাকা এমপিওভুক্ত শিক্ষকদের পাওনা নির্বাহী আদেশে পরিশোধ।

সংগঠনের নেতারা বলেন, “দীর্ঘদিন ধরে শিক্ষক সমাজ এই ন্যায্য দাবিগুলোর জন্য আন্দোলন করে আসছে। এসব দাবি পূরণ না হলে শিক্ষক সমাজকে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।”

স্মারকলিপি প্রদান শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।