Nabadhara
ঢাকারবিবার , ১২ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

স্কুল খুলে দেয়ায় চিতলমারীতে শিক্ষার্থীদের উচ্ছাসে মুখরিত শিক্ষাঙ্গণ

MEHADI HASAN
সেপ্টেম্বর ১২, ২০২১ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী : 

বাগেরহাটের চিতলমারীতে করোনা মহামারীর থাবার দীর্ঘ দেড় বছর পর, আবশেষে গতকাল রবিবার স্কুল খুলে দেয়ায় আনন্দে উচ্ছাসে মুখরিত হয়েছে শিক্ষাঙ্গণ।শিক্ষার্থীরা তাদের প্রিয় ক্লাস রুমে গিয়ে উচ্ছাসিত হয়েছে। ঘুরে ঘুরে দেখছে খেলার মাঠ ও ক্লাস রুম।সহপাটিরা একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গণ করছে।

উপজেলার বেশ কিছু প্রথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জানান,দীর্ঘ ১৮ মাস পর আজ রবিবার স্কুল সরকারি নির্দেশ অনুযায়ী খুলে দেয়া হয়েছে। স্কুলের শিক্ষাঙ্গণ আবার মুখরিত হয়ে উঠছে।শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে ক্লাসে ফিরছে। দীর্ঘদিন বন্ধের এই সময়ে পড়াশুনা ব্যাহত হয়েছে। শিশুদের অনেকেই ঝরে পড়েছে। তাদের পড়াশোনায় ফিরিয়ে আনতে প্রস্তুতি নিচ্ছেন চিতলমারীর শিক্ষকরা। অনেক স্কুলে আবার দেখা গেছে শিক্ষার্থীর অভিভাবকরা ও স্কুলে এসে খোঁজ খবর নিচ্ছেন আগের আবস্থায় ফিরছে কিনা তা দেখার জন্য।

উপজেলা শিক্ষা অফিসার মো: আমিনুল ইসলাম বলেন, ঝুঁকির কথা বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছিলো। কিন্তু দীর্ঘ দিন বন্ধ থাকার কারনে শিক্ষার্থীদের পড়াশুনা ও মানসিক স্বাস্থ্যও ঝুঁকিতে পড়েছে।তাই সংক্রমণ কমে আসার পাশাপাশি স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে স্কুল সরকারের নির্দেশ মোতাবেক স্কুল খোলা হয়েছে। বেশীর ভাগ শিক্ষার্থীরা স্কুলে ফিরতে পারায় আনন্দ উচ্ছাস বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।