পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী জেলা প্রেসক্লাবের ২০২৬–২০২৭ মেয়াদের ১৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
দৈনিক সাথীর সম্পাদক ও বিজনেস স্ট্যান্ডারের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্টার নিউজ, নিউ ন্যাশন ও যায়যায়দিনের প্রতিনিধি আব্দুস সালাম আরিফের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
নতুন কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম আরিফ।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আমার কাগজ ও মর্নিং অবজারভারের জেলা প্রতিনিধি কাইয়ুম উদ্দিন জুয়েল এবং বাংলাভিশনের জেলা প্রতিনিধি কে এম শাহাদাত হোসেন।
যুগ্ম সাধারণ সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি এম কে রানা এবং ডিবিসি নিউজের প্রতিনিধি মহিবুল্লাহ চৌধুরী, অর্থ সম্পাদক বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জলিলুর রহমান সোহেল,দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, হেলাল আহমেদ রিপন,প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক আলিম খান আকাশ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন তারিকুল ইসলাম।কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন জিএম জলিলুর রহমান, মোস্তাফিজুর রহমান মোস্তাক, বাদল হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম ও খোকন হাওলাদার।
সভায় সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন, নবগঠিত কমিটি সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, অধিকার সংরক্ষণ এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় কার্যকর ভূমিকা রাখবে।

