Nabadhara
ঢাকাশুক্রবার , ২ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মেঘনা নদীতে ট্রলার ডুবি, সাত আরোহী জীবিত উদ্ধার

তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা
জানুয়ারি ২, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা

ভোলার মেঘনা নদীতে একটি জাহাজের ধাক্কায় ৩০০ টন লবণবাহী একটি ট্রলার ডুবে গেছে। তবে এ ঘটনায় ট্রলারে থাকা সাতজন আরোহী সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পেয়েছেন। ডুবে যাওয়া ট্রলার থেকে বিপুল পরিমাণ লবণ মেঘনা নদীতে ভেসে গেছে।

শুক্রবার (০২ জানুয়ারি) ভোর রাত সাড়ে ৪টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলি এলাকার ইলিশবাড়ি সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

ডুবে যাওয়া ট্রলারের মাঝি মো. বেলাল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে কক্সবাজারের কুতুবদিয়া থেকে ‘এমভি দিলোয়া-৩’ নামের ট্রলারে করে ৩০০ টন লবণ নিয়ে খুলনার জেলখানা ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা। রাতে ঘন কুয়াশার কারণে তুলাতুলি এলাকায় নদীতে ট্রলারটি নোঙর করে রাখা হয়।

এ সময় পেছন দিক থেকে আসা একটি লাইটার জাহাজ ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলারের একাংশ ফেটে গিয়ে দ্রুত পানি ঢুকতে শুরু করে। পরবর্তীতে ট্রলারটি তীরের দিকে নেওয়ার চেষ্টা করা হলেও তীরের কাছাকাছি এসে সেটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা সাতজন আরোহী সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পান।

এদিকে খবর পেয়ে দুপুরের দিকে ঘটনাস্থলে পৌঁছায় কোস্ট গার্ড দক্ষিণ জোন ও নৌ পুলিশের সদস্যরা। এবং ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে অভিযান শুরু করে।

এ বিষয়ে ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।

ঘন কুয়াশার কারণে কোন জাহাজটি ট্রলারটিকে ধাক্কা দিয়েছে তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।