Nabadhara
ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুরে ঘোড়ার গাড়িতে চড়ে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

শাহীন আহমেদ, শরীয়তপুর প্রতিনিধি
জানুয়ারি ৫, ২০২৬ ৭:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

শাহীন আহমেদ, শরীয়তপুর

শরীয়তপুরের ভেদরগঞ্জের সখিপুর ৪৫ নং কাচিকাটা চরভাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাহাউদ্দিন আহমেদের অবসর উপলক্ষে দেওয়া হয়েছে ব্যতিক্রমধর্মী ও রাজকীয় বিদায় সংবর্ধনা।

রবিবার (৪ জানুয়ারী) বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ঘোড়ার গাড়িতে করে তাঁকে সখিপুরের নিজ বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়।

১৯৯৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘ ৩২ বছর শিক্ষকতা পেশায় নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে অবসরে গেলেন তিনি।

বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মনোয়ার হোসেন বাবু বকাউল এবং ভেদরগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার আল মুজাহিদ দিপু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ বুদ্ধিজীবী ডা. হুমায়ন কবির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দাদন মিয়া বকাউল।

অনুষ্ঠানটির আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সহকারী শিক্ষক সাগির হোসেন বলেন, “মো. বাহাউদ্দিন আহমেদ শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন একজন অভিভাবকতুল্য পথপ্রদর্শক। তাঁর সততা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা আমাদের জন্য আজীবন অনুকরণীয় হয়ে থাকবে।”

একজন শিক্ষার্থী তার বক্তব্যে বলেন, “স্যার আমাদের সাথে খুন শান্তভাবে আচরন করতেন স্যারের ক্লাসগুলো আমরা মিস করবো, তার বিদায় উপলক্ষ্যে আমাদের খুব কষ্ট হচ্ছে। তিনি চলে যাবেন হয়তো তার সাথে শিক্ষক হিসেবে আর দেখা হবে না হয়তো রাস্তায় দাঁড়িয়ে কিছু কথা বলা হবে”

প্রধান অতিথি ডা: মাহমুদ হোসেন বকাউল বলেন, আমি এই স্কুলের ছাত্র ছিলাম বাহাউদ্দীন সাহেব এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন আপনারা আজ প্রধান শিক্ষককে যে সম্মান দিয়েছেন সেটা দেখে আমি সত্যি আনন্দীত।

বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত মো. বাহাউদ্দিন আহমেদ বলেন, “এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন আমার বাবা আমিও প্রধান শিক্ষক হিসেবে আজ বিদায় নিচ্ছি, শিক্ষার্থী ও সহকর্মীরাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। দীর্ঘ সময় ধরে যে ভালোবাসা ও সম্মান পেয়েছি, তা কখনো ভুলবার নয়। অবসরে গেলেও আপনাদের দোয়ায় পাশে থাকতে চাই।”

অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ঘোড়ার গাড়িতে করে বিদায়ী শিক্ষককে নিজ বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। ব্যতিক্রমধর্মী এই বিদায় সংবর্ধনা এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।