রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) রাতে কাটেঙ্গা ও জয়সেনা বাজার বণিক সমিতির যৌথ আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কাটেঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি মোল্লা হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্টোর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
দোয়া মাহফিলে অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু এবং সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জয়সেনা বাজার বণিক সমিতির সভাপতি অহিদ শেখ, সাধারণ সম্পাদক সোহেল শেখ, মজিবর ফকির, হেমায়েত উদ্দিন, বিএনপি নেতা মোল্লা মাহবুবুর রহমান, মো. ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক, বিল্লাল হোসেন, মিল্টন হোসেন মুন্সী, শেখ আজিজুর রহমান আজিবার, আবুল হোসেন বাবু মোল্লা, এসকে নাসির আহমেদ এবং জামাল বিশ্বাস।
অনুষ্ঠানে আরও অংশ নেন যুবদলের চৌধুরী আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা সোহাগ মুন্সি ও শামীম আহমেদ রমিজ, কৃষক দল নেতা রাজু চৌধুরী ও সাবু মোল্লা, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ টগর, সাবেক ছাত্রদল নেতা চৌধুরী আসাবুর রহমান, আমিনুল ইসলাম, রাজু শেখ, মহিদুল ইসলাম, সাব্বির হোসেন লিমন ও মেহেদী চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

