ঝালকাঠি প্রতিনিধি
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী (কলেজ) হিসেবে নির্বাচিত হয়েছেন ঝালকাঠি সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া তানহা। মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার।
এর আগে গত ১৯ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সারাদেশের শিক্ষার্থীদের পেছনে ফেলে তিনি এ স্বীকৃতি অর্জন করেন।
ঝালকাঠি সদর উপজেলার কৃত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি এবং মো. গোলাম সরওয়ার দম্পতির সন্তান তাসনিয়া তানহা।
তাসনিয়া তানহা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে জাতীয় পর্যায়ে অংশ নেন এবং সেখানে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হন। তিনি উপস্থিত ইংরেজি বক্তব্য, উপস্থিত ইংরেজি ও বাংলা রচনা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন।
শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষামূলক কর্মকাণ্ডেও তাসনিয়া তানহার রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। তার লেখা আন্তর্জাতিক জার্নাল ও ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি দুই শতাধিক সহশিক্ষামূলক প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেছেন।
আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, রচনা প্রতিযোগিতা, বিজ্ঞান অলিম্পিয়াড ও অভিনয়ে তিনি জাতীয় ও বিভাগীয় পর্যায়ে একাধিক পুরস্কার লাভ করেছেন।

