Nabadhara
ঢাকাশুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী ও ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
জানুয়ারি ৩০, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী-৪ আসনের ১০ দলীয় জোটের জামায়াত সমর্থিত প্রার্থীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় কলাপাড়া উপজেলার কুয়াকাটার হোটেল ডি মোরে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থার উন্নয়নে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ১০ দলীয় জোটের জামায়াত সমর্থিত পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. জহির উদ্দিন আহমেদ এবং ইউরোপিয়ান ইউনিয়নের দুই সদস্যবিশিষ্ট পর্যবেক্ষক দল Vikinta Rosinaiti ও Peter Vachevanov।

আলোচনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনকালীন পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখা, ভোটারদের নিরাপত্তা, রাজনৈতিক সমানাধিকার এবং গণতান্ত্রিক অধিকার রক্ষা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

ড. জহির উদ্দিন আহমেদ জানান, ইউরোপিয়ান ইউনিয়নের পর্যবেক্ষক দলকে পটুয়াখালী-৪ আসনের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এছাড়া পর্যবেক্ষক দল বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া পর্যবেক্ষণে তাদের আগ্রহ ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সহায়ক ভূমিকার আশাবাদ প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।