1. nabadhara@gmail.com : Nabadhara : Nabadhara ADMIN
  2. bayzidnews@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  3. bayzid.bd255@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  4. mehadi.news@gmail.com : MEHADI HASAN : MEHADI HASAN
  5. jmitsolution24@gmail.com : support :
  6. mejbasupto@gmail.com : Mejba Rahman : Mejba Rahman
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন

লোহাগড়ার রামনারায়ণ পাবলিক লাইব্রেরিতে বই পড়ছেন পাঠকরা

Reporter Name
  • প্রকাশিতঃ রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৩১৮ জন নিউজটি পড়েছেন।

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ

মানুষের ঘুমন্ত বিবেককে জাগ্রত করে বই। মনের কুসংস্কারকেও দূর করে বই, প্রাণে আনে অনাবিল আনন্দ। নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষাধিক মানুষের জ্ঞানতৃষ্ণা মিটিয়ে চলেছে রামনারায়ণ পাবলিক লাইব্রেরি।

নবগঙ্গা-চিত্রা পাললিক সমভূমি নড়াইলের লোহাগড়া উপজেলার প্রাণকেন্দ্র লোহাগড়া বাজারের পূর্ব দিকে পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে দ্বিতল ভবনের ওপর অবস্থিত শতবর্ষীয় রামনারায়ণ পাবলিক লাইব্রেরি। উপমহাদেশের প্রাচীনতম লাইব্রেরি গুলোর মধ্যে রামনারায়ণ পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠার দিক থেকে অষ্টম। প্রায় ৩০ শতক জমির ওপর ১৯০৭ সালে লোহাগড়ার কৃতি সন্তান দার্শনিক ড. মহেন্দ্রনাথ সরকারের পৃষ্ঠপোষকতায় এই লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়। এই লাইব্রেরিতে দেশি-বিদেশি ২৫ হাজার বই রয়েছে। এর আগে এই প্রতিষ্ঠানটির নাম ছিল শ্রীকৃষ্ণ লাইব্রেরি। ১৮৪৭ সালে সরকার বংশে রামনারায়ণ সরকার জন্ম গ্রহণ করেন। তাঁর নামানুসারেই নামকরণ করা হয় রামনারায়ণ পাবলিক লাইব্রেরি। পরিবর্তনশীল ও দাঙ্গা বিক্ষুব্ধ বিশ্বের নানাবিধ সংঘাত, দেশবিভাগ এবং স্বাধীনতা আন্দোলনের আবর্তন উপেক্ষা করে লোহাগড়ায় আজও গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে প্রাচীন এই প্রতিষ্ঠানটি। বর্তমান লাইব্রেরির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, বর্তমানে এই লাইব্রেরির সদস্য ২ হাজার ৩শ ১০ জন। এর মধ্যে ১ হাজার ৬০০ জন আজীবন সদস্য। তিনি আরও জানান, আজীবন সদস্য হতে এককালীন ১ হাজার টাকা ও সাধারণ সদস্য হতে ১০০ টাকা লাগে। ছাত্রদের জন্য রয়েছে বিশেষ ছাড়। তাঁরা ইচ্ছে করলে মাত্র ৫০ টাকায় সদস্য হতে পারেন। প্রতিদিন বিকেল ৪টায় লাইব্রেরি খোলা হয় এবং রাত ৮টায় বন্ধ হয়। এখানে জাতীয় ও আঞ্চলিকসহ মোট ১০-১২টি পত্রিকা রাখা হয়। বই দেওয়ার জন্য আছেন বেতনভোগী লাইব্রেরিয়ান গোলাম মোস্তফা মিলন। দ্বিতল ভবনের হলরুমে এক সঙ্গে ৮০ থেকে ১০০ জন বসে পড়াশোনা করতে পারে। খবর ও শিক্ষামূলক অনুষ্ঠান দেখার জন্য অফিস কক্ষে রয়েছে টেলিভিশন। পাশেই রয়েছে কম্পিউটার কক্ষ। দুইটি কম্পিউটারের মধ্যে একটি অকেজো। সদস্যরা নির্ধারিত সময়ের জন্য বাড়িতেও বই নিয়ে পড়তে পারেন। সদস্যদের চাঁদা ও লাইব্রেরির নিজস্ব ভবনের দোকানঘরের ভাড়ায় কর্মচারীদের বেতনসহ যাবতীয় খরচ চালানো হয়। তা ছাড়া দেশের বিভিন্ন এলাকায় থাকা লোহাগড়ার সুধীজনদের আর্থিক সহায়তায় এর অবকাঠামোগত উন্নয়নকাজ পরিচালিত হচ্ছে। তবে অর্থের অভাবে লাইব্রেরিকে ডিজিটালাইজড করা সম্ভব হচ্ছে না।

প্রবিন সাংবাদিক এ কে এম আকরামুজ্জামান মিলু বলেন, পৃথিবীতে জ্ঞানার্জনের মাত্র দুইটি পথ আছে। একটি ভ্রমণ করা অপরটি বই পড়া। বই পড়ার মাধ্যমে ছেলে-মেয়েদের মধ্যে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। আজেবাজে আড্ডা না দিয়ে পাঠাগারে সময় দিচ্ছে। যা তাঁদের বিভিন্ন আসক্তি থেকে দূরে রাখছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved সর্বস্বত্বঃ দেশ হাসান
Design & Developed By : JM IT SOLUTION