1. nabadhara@gmail.com : Nabadhara : Nabadhara ADMIN
  2. bayzidnews@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  3. bayzid.bd255@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  4. mehadi.news@gmail.com : MEHADI HASAN : MEHADI HASAN
  5. jmitsolution24@gmail.com : support :
  6. mejbasupto@gmail.com : Mejba Rahman : Mejba Rahman
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪২ অপরাহ্ন

নড়াগাতীতে ইজিবাইক চালাক ও ষ্টাটার সমর্থকদের সংঘর্ষে শিশুসহ আহত ১০

Reporter Name
  • প্রকাশিতঃ সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২৬ জন নিউজটি পড়েছেন।

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের নড়াগাতীতে ইজিবাইক চালককে মারপিটের ঘটনায় হামলা ও সংঘর্ষে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে। ১৯ ফেব্রুয়ারী (শনিবার) বিকালে থানার মুলশ্রী গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ ১ জনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থাণীয় সূত্রে জানা যায়, ওই দিন দুপুর ১ টার দিকে মুলশ্রী গ্রামের কালামিয়া শেখের ছেলে ইজিবাই চালক মোঃ ইলানুর শেখ(৪৫) গোপালগঞ্জ থেকে যাত্রী নিয়ে কালিয়ায় যাওয়ার পথে চাপাইল ইজিবাইক ষ্ট্যান্ডের ষ্টাটার থানার মধুপুর গ্রামের আবুল হোসেন শিকদারের ছেলে লবাব আলী শিকদার তাকে বাধা দেয়। ইলানুর সে বাধা মানতে রাজি না হলে লবাব শিকদার ও তার সহযোগীরা তাকে মারপিট করে আহত করে। ঘটনার জের ধরে ওইদিন বিকাল ৪ টার দিকে লবাবের বাবা আবুল হোসেনকে (৬০) মুলশ্রী গ্রামে পেয়ে ইলানুরের স্বজনরা বেধড়ক মারপিট করে আহত করে। মুহুর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে বিকাল ৫ টার দিকে মধুপুর ও বাগুডাঙ্গা গ্রামের আবুল শিকদারের সমর্থকরা ইলানুরের সমর্থকদের উপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। প্রায় ঘন্টা ব্যাপি সংঘর্ষে মুলশ্রী গ্রামের তারিক শিকদার (৪৫), আকবর হোসেন শেখ(৫০), ইকবার হোসেন শেখ (৫৫), আবির হোসেন (১১) ও বাগুডাঙ্গা গ্রামের ওবায়দুল শেখসহ (৪৫) অন্তত ১০ জন আহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ দেশীয় অস্ত্রসহ বাগুডাঙ্গা গ্রামের মোঃ নিরু শেখের ছেলে আহত ওবায়দুল শেখকে (৪৫) আটক করেছে। চাপাইল ইজিবাইক ষ্ট্যান্ডের ষ্টাটার লবাব আলী শিকদার বলেছেন, তাকে স্থানীয় লোকজন চাপাইল ইজিবাইক ষ্ট্যান্ডের ষ্টার্টার হিসাবে নিযুক্ত করেছে। পারিশ্রমিক বাবদ ইজিবাইক প্রতি ১০ টাকা হারে আদায় করে থাকি। তিনি আরও জানান, কালিয়ার ইজিবাইক গোপালগঞ্জে চলা নিষেধ। আর গোপালগঞ্জ থেকে আসা ইজিবাইক কালিয়ায় চলা নিষেধ। ইলানুর গোপালগঞ্জ থেকে যাত্রী নিয়ে আসার কারনে বাঁধা দেয়া হয়েছে।

নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা নবধারা কে বলেন, ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ ১ জনকে আটক করা হয়েছে। কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved সর্বস্বত্বঃ দেশ হাসান
Design & Developed By : JM IT SOLUTION