1. nabadhara@gmail.com : Nabadhara : Nabadhara ADMIN
  2. bayzidnews@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  3. bayzid.bd255@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  4. mehadi.news@gmail.com : MEHADI HASAN : MEHADI HASAN
  5. jmitsolution24@gmail.com : support :
  6. mejbasupto@gmail.com : Mejba Rahman : Mejba Rahman
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন

চিতলমারীতে বৃদ্ধার জায়গা দখলের অভিযোগ

শফিকুল ইসলাম সাফা, স্টাফ রিপোর্টার, চিতলমারী, বাগেরহাট
  • প্রকাশিতঃ রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ২৬২ জন নিউজটি পড়েছেন।

বাগেরহাটের চিতলমারীতে মালতী রানী বাইন নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধার ফসলি জায়গা জোরপূর্বক দখল নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই বৃদ্ধা চিতলমারী উপজেলার মাছুয়ারকুল গ্রামের মৃত মধুসুদন বাইনের মেয়ে তিনি। দখলদারদের হুমকির মুখে ওই বৃদ্ধা ও তার পরিবারের লোকজন চরম আতঙ্কে রয়েছে।

এ বিষয়ে মালতী রানী বাইনের সাথে কথা হলে তিনিজানান, বাল্যকালে তার বিয়ে হয়েছিল কিন্তু সে সংসার বেশিদিন টেকেনি। বাবার বাড়িতে তিনি ভাইয়ের সংসারে ৫০ বছর ধরে বসবাস করছেন । মালতী বাইনের স্বামী-সন্তান না থাকায়ভাই ভাগ্যধর বাইন২০১৮ সালের ২৪ অক্টোবর ২. ১৬ একর জমি বোনকে দানপত্রের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে দেন।

এরপর ২০১৯ সালের ১৪ জুলাই ভাগ্যধর বাইন অসুস্থ অবস্থায় মারা যান । এ পরিস্থিতিতে মালতী বাইনের ভোগ-দখলীয় জমিতে এলাকার প্রভাবশালী খাগড়া বুনিয়া গ্রামের রাসেল শিকদার ওরফে চিলা ও মাছুয়ার কুল গ্রামের মুজাহিদ শেখ ও কলম শেখ দখল নিয়েছে বলে তিনি অভিযোগ তোলেন।

এ ব্যাপারে মালতী বাইনের ভাইপো প্রভাষক ভুবনেশ্বর বাইন জানান, ভাগ্যধর বাইন তার আপন কাকা। ভাগ্যধর বাইন তার বোন মালতী বাইনের নামে প্রায় তিন বিঘা জমি দানপত্রের মাধ্যমে লিখে দিয়ে গেছেন। অথচ এখন একটি ভুয়া মৃত্য সনদ তৈরি করে ভাগ্যধর বাইনের ছেলে ভাস্কর বাইন লাঠিয়াল বাহিনী নিয়ে মালতী বাইনের চাষকৃত জমি দখল নিয়েছে বলেঅভিযোগ করেন।

এ বিষয়ে রাসেল শিকদার ওরফে চিলাসকল অভিযোগ অস্বীকার করেন।

বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার জানান, বিষয়টি নিয়ে সালিশ বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved সর্বস্বত্বঃ দেশ হাসান
Design & Developed By : JM IT SOLUTION