1. nabadhara@gmail.com : Nabadhara : Nabadhara ADMIN
  2. bayzidnews@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  3. bayzid.bd255@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  4. mehadi.news@gmail.com : MEHADI HASAN : MEHADI HASAN
  5. jmitsolution24@gmail.com : support :
  6. mejbasupto@gmail.com : Mejba Rahman : Mejba Rahman
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৮ পূর্বাহ্ন

জমিতে সেচ দেওয়ার জন্য জাদুর বাক্স তৈরি করলেন শিমু, জ্বালানি সাশ্রয় হবে ৭০ শতাংশ

আশিক জামান, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৩০৯ জন নিউজটি পড়েছেন।

কৃষিতে ব্যবহৃত সেচ পাম্পের পাওয়ার ডিভাইস উদ্ভাবন করে তাক লাগিয়ে দিয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়ার শিমশন সাহা শিমু নামে এক উদ্ভাবক।যার নাম দিয়েছেন তিনি জাদুর বাক্স।

৪ হর্স সাইজের ছোট একটি স্যালো মেশিন ও ৩ ইঞ্চি পাম্পে প্রতিটি সেকেন্ডে যেখানে ৫ লিটার পানি উত্তোলন করা যায় সেখানে এই পাওয়ার ডিভাইসটি একই মেশিন ও পাম্পের সাথে জুড়ে দিলে প্রতি সেকেন্ডে ১৮ লিটার পানি উত্তোলন করা সম্ভব।এতে সময়ের পাশাপাশি ৭০% জ্বালানি তেল সাশ্রয়ী হবে।যার প্রমাণ মিলেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ও আ্যসপায়ার টু ইনোভেট (এ টু আই) পরীক্ষায়, মিলেছে সনদও ।

তবে অর্থভাবে ও সরকার কিংবা ব্যাক্তি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোন সাড়া না পেয়ে থমকে আছে তার এই বিষ্ময়কর আবিস্কার।শিমুর এই ডিভাইসটি সরকারি অর্থায়ন ও তত্বাবধানে বানিজ্যিকভাবে উৎপাদন ও কৃষকের মাঝে ছড়িয়ে দিতে পারলে সারাদেশে যে জ্বালানি সংকট তা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে কৃষি বিভাগ বলছে, কৃষিতে তার এই প্রযুক্তি ব্যবহার হলে অনেকাংশে কমে যাবে ফসল উৎপাদন খরচ।এতে কৃষক, সরকার উভয়ই লাভবান হবেন।

জানা গেছে, শিমশন সাহা শিমুর বাড়ি উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের নারিকেল বাড়ি গ্রামে। এলাকার একটি হাইস্কুল থেকে মাধ্যমিক পাস করে চলে যান চট্রগ্রামে। সেখানে একটি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন তিনি। কিন্তু অর্থভাবে আর বেশি দুর এগোতে পারেননি শিমু। কাজ শুরু চট্রগ্রামের একটি মেশিনারীজ কারখানায়। সেখান থেকে রপ্ত করেন বিভিন্ন মেশিন মেরামতের কাজ। ১৯৯৭ সালে নিজ গ্রামে এসে শুরু করেন নষ্ট স্যালো মেশিন মেরামত ও ইরি ধানের ব্লকে সেচ দেওয়ার কাজ। কিন্তু প্রায় সময় জ্বালানি তেলের সংকটে বন্ধ হয়ে যেত ধানের জমিতে সেচ দেওয়া। এতে কৃষকের কাছ থেকে শুনতে হতো তাকে গালমন্দ। সেই আক্ষেপ নিয়ে নিজের ব্যবহৃত বাই সাইকেল প্যাডেল করে আবিষ্কার করে ফেলেন জ্বালানি ছাড়াই সেচ যন্ত্র । কিন্তু সেটি অনেক কষ্ট সাধ্য হওয়ায় আর আগ্রহ বাড়াননি শিমসন সাহা শিমু। পরে দীর্ঘ আট বছরের চেষ্টা ও পরিশ্রমে তৈরি করে ফেলেন এই মেকানিক্যাল পাওয়ার ডিভাইসটি। যা যেকোনো সেচ পাম্পের সাথে জুড়ে দিলে ৭০ পার্সেন্ট জ্বালানি সাশ্রয় হবে।

ডিভাইসটি তৈরি করে সে বছরই জেলা – উপজেলা পর্যায়ে কৃষিতে অবদান রাখায় পুরস্কার পান তিনি। এরপর কয়েকটি মন্ত্রণালয়ে অর্থ চেয়ে আবেদন করেন বানিজ্যিকভাবে উৎপাদনের জন্য। তার আবেদনের প্রেক্ষিতে এটুআই ও বুয়েট পরিক্ষায় পাঠানো হয় তার এই ডিভাইসটি। পরিক্ষায় ডিভাইসটির কার্যকরীতার প্রমান মিললে পায় সনদও। এছাড়াও শিল্প মন্ত্রণালয়ের প্যাটেন্ট বিভাগ এই ম্যাকানিক্যাল পাওয়ার ডিভাইসটির অনুমোদন ও শিমসন সাহা শিমু কে উদ্ভাবক হিসেবে স্বীকৃতি প্রদান করে । পরে আবেদনের প্রেক্ষিতে অনুদান মঞ্জুর হলেও ২০১৪ -২০১৫ অর্থবছরে বাজেট শেষ হওয়ায় পরের বছরে তাকে অনুদান দেওয়া হবে বলে জানিয়ে ফিরিয়ে দেওয়া হয় শিমু কে। এরপর আর তার খোজ নেয় নি কেউ।

স্থানীয় কৃষকেরা বলছেন শিমুর এই ডিভাইসটি বানিজ্যিকভাবে উৎপাদনে এলে উপকৃত হবে কৃষক। কমবে কৃষকের ফসল উৎপাদন খরচ। এবিষয়ে শিমসন সাহা শিমুর সাথে কথা হলে তিনি বলেন, একটি 4হর্স এর একটি স্যালো মেশিনের সাথে ৩ ইঞ্চির একটি পাম্পে মাটির দশফুট গভীর থেকে পানি তুলবে ০.২৫ কিউসেক। আর ওই মেশিন ও পাম্পের সাথে এই ডিভাইসটি জুড়ে দিলে পানি তুলবে ১.০৬ কিউসেক। অর্থাৎ কয়েকগুন বেশি।পাশাপাশি ১০০ লিটার পানি তুলতে যতটুকু জ্বালানি খরচ হবে। মেশিন ও পাম্পের সাথে ডিভাইসটি জুড়ে দিলে একই পানি তুলতে ৭০ পার্সেন্ট জ্বালানি সাশ্রয় হবে। যা কৃষকের জন্য হবে আশির্বাদসরূপ। আমি এই ডিভাইসটি সরকারি অর্থায়নে উৎপাদনে আনার জন্য বেশ কয়েকটি মন্ত্রণালয়ে ঘুরেছি। কিন্তু তারা বার বার আশ্বাস দিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছেন। ডিভাইসটি ৭০ পার্সেন্ট জ্বালানি সাশ্রয়ী বলে বুয়েট ও এটুআইয়ের পরিক্ষায় এসেছে।তারা আমাকে সনদও প্রদান করেছেন তারপরও সংশ্লিষ্ট কতৃপক্ষের কোন উদ্যোগ নেই। এছাড়াও শিল্প মন্ত্রণালয়ের প্যাটেন বিভাগ থেকে এই ম্যাকানিক্যাল পাওয়ার ডিভাইসটির অনুমোদন ও আমাকে একজন উদ্ভাবক হিসেবে স্বীকৃতি মিলেছে। তবে অর্থ অভাবে আমার এই আবিষ্কার থমকে আছে। যদি সরকারের পক্ষ থেকে উৎপাদনের জন্য কোন অর্থ পাই তাহলে আমি বানিজ্যিক ভাবে উৎপাদনে আসতে পারি। এই ডিভাইসের মাধ্যমে কৃষক উপকৃত হবে। পাশাপাশি ফসল উৎপাদন খরচ অনেকটা কমে আসবে।

একই এলাকার রহিম মিয়া নামে এক কৃষক বলেন, এই বাক্সটা মাঝেমধ্যে শিমু দাদার কাছ থেকে নিয়ে আমরা সেচ পাম্পে ব্যবহার করি তাতে আমাদের অনেক জ্বালানি তেল সাশ্রয়ী হয়। এটি সরকারি অর্থায়নে উৎপাদন করলে এবং সেটি কৃষকদের মাঝে ছড়িয়ে দিলে কৃষকেরা অনেকটা উপকৃত হবে। ফসল উৎপাদন খরচ ও সময় দুইটি বাচবে।

গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. আঃ কাদের বলেন, এই ডিভাইসটি সেচ পাম্পে ব্যবহৃত হলে ফসল উৎপাদন খরচের পাশাপাশি কৃষকের সময় বেচে যাবে। যেখানে একবিঘা জমিতে সেচ দিতে একঘন্টা সময় লাগে। সেখানে এই ডিভাইসটি ব্যবহারের ফলে সময় লাগবে ২৫ মিনিট পাশাপাশি জ্বালানি সাশ্রয় হবে ৭০ পার্সেন্ট। এতে কৃষক ও সরকার উভয় লাভবান হবেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved সর্বস্বত্বঃ দেশ হাসান
Design & Developed By : JM IT SOLUTION