বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়েজনে ও গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় গণজাগরণের শিল্প আন্দোলন সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক উৎসবের সংগীত, নৃত্য পরিবেশন করেন।
এর আগে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর কর্মকর্তাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।