’স্মার্ট বাংলাদেশ স্মার্ট ক্রীড়াঙ্গন’ এই প্রতিপাদ্য নিয়ে মহান বিজয়ের মাস উপলক্ষ্যে নাটোরে জেলা ক্রীড়া সংস্থার বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১ টায় জেলার শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় স্টেডিয়ামের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সিরাজুল ইসলাম, মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুজাতা সাহা, কোষাধ্যক্ষ সিমা ইসলাম, মহিলা সদস্য নাসিমা ইসলাম সহ অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।