কচুয়া(বাগেরহাট) নিজস্ব সংবাদদাতা:
কচুয়ায় ক্লাস্টার ব্যাবস্থাপনায় উন্নত মৎস্য চাষ অনুশীলন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২১ই মার্চ সকাল ১১ টায় কচুয়া উপজেলা পরিষদের শেখ তন্ময় মিলনায়তনে কচুয়া উপজেলা মৎস্য অফিসের আয়োজনে টেকসই উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য প্রকল্পের অর্থায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা সরোয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে বক্তৃতা করেন সিপি কর্মকর্তা পবিত্র কুমার, মৎস্য প্রকল্প কর্মকর্তা দিপংকর চক্রবর্তী, সাবেক শিক্ষক সমীর বরন পাইক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সাংবাদিক ও কচুয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের চিংড়ি চাষীরা।