Nabadhara
ঢাকাসোমবার , ১২ জুলাই ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে কৃষি সম্প্রারণ অধিদপ্তরের ৩টি পিকআপ বিতরণ

MEHADI HASAN
জুলাই ১২, ২০২১ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

হুসাইন আহমদ কবির, মুকসুদপুর ( গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে ম্যাচিংগ্রান্ড প্রাপ্ত উদ্যোক্তাদের মাঝে ৩টি পিকআপ বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ জুলাই) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এনএটিপি-২ প্রকল্পের আওতায় এআইএফ-৩ ম্যাচিংগ্রান্ড প্রাপ্ত মুকসুদপুর উপজেলার তিনজন উদ্যোক্তার মাঝে এই পিকআপ বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন উদ্ভিদ সংরক্ষন অফিসার রুহুল কুদ্দুস আহমেদ।

উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান নবধারা কে জানান, এনএটিপি-২ প্রকল্পের আওতায় এআইএফ-৩ ম্যাচিংগ্রান্ড প্রাপ্ত উদ্যোক্তা মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের রবিউল ইসলাম মোল্যাকে ২৩ লাখ টাকা মূল্যের, গোবিন্দপুর ইউনিয়নের রুবেল আলমকে ১৬ লাখ টাকা মূল্যের এবং ভাবড়াশুর ইউনিয়নের ইব্রাহিম মোল্যাকে ১৪ লাখ টাকা মূল্যের পিকআপ দেয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় সরকার তিনটি পিকআপের মোট মুল্যের অর্ধেক টাকা ভুর্তুকি দিয়েছে। মূলত কৃষি পণ্য পরিবহনের জন্য সরকার ভুর্তুকি দিয়ে কৃষকদের পিকআপ দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।