Nabadhara
ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে ইলিশ ধরার দায়ে দুই জেলের এক মাস করে কারাদণ্ড

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
অক্টোবর ১২, ২০২৫ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা-ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে এক মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক এই দণ্ডাদেশ দেন।

পুলিশ ও মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, রবিবার ভোর ৬টার দিকে দুমকি উপজেলার পাতাবুনিয়া ও পান্ডব নদীর মোহনায় অভিযান চালায় মৎস্য বিভাগের একটি বিশেষ টিম। এ সময় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কারেন্ট জাল ব্যবহার করে মা-ইলিশ শিকার করার সময় দুই জেলেকে হাতেনাতে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন কলসকাঠি ইউনিয়নের নারাঙ্গল গ্রামের নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার (৩২) এবং একই গ্রামের বাবুল হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার (২৪)।

অভিযানকালে জেলেদের ব্যবহৃত একটি নৌকা ও বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়। তাৎক্ষণিকভাবে জব্দকৃত নৌকাটি ভেঙ্গে ফেলা হয় এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আটককৃত দুজনকে রবিবার সকালেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত উভয়কে এক মাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত আসামিদের বর্তমানে পটুয়াখালী জেলা কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।