বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে বাবুগঞ্জ বাজারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ। অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোজাহারুল হক সহায়তা প্রদান করেন।
অভিযান চলাকালে কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ মজুত রাখার প্রমাণ পাওয়ায় তিনটি দোকানে মোট ১৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।