Nabadhara
ঢাকাশুক্রবার , ২ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে নবনির্মিত লঞ্চঘাট উদ্বোধন, নৌ-যোগাযোগের গুরুত্বে গুরুত্বারোপ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জানুয়ারি ২, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নে নবনির্মিত লঞ্চঘাট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখায়েত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লঞ্চঘাটটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. এম সাখায়েত হোসেন বলেন, “নৌ-যোগাযোগ ব্যবস্থা টেকসই উন্নয়নের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখে। আমাদের নদীগুলো আমাদের ঐতিহ্যের বাহক ও জীবনের অংশ। নদীকে বাঁচিয়ে রাখতে হবে। আশা করি দুর্গাপাশা লঞ্চঘাট চালু হওয়ায় এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধান হবে। নদীনির্ভর এই জনপদের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (BIWTA)-এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, উপদেষ্টা পরিষদের সচিব মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও এলাকার বাসিন্দারা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি আধুনিক লঞ্চঘাটের অভাবে তাদের যাতায়াত কঠিন ও ঝুঁকিপূর্ণ ছিল। নতুন লঞ্চঘাট চালু হওয়ায় এখন নিরাপদ ও সহজে নদীপথে যাতায়াত করা সম্ভব হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষে উপদেষ্টা ড. এম সাখায়েত হোসেন লঞ্চঘাটের সার্বিক অবকাঠামো পরিদর্শন করেন এবং দুর্গাপাশা ইউনিয়নের নদী ভাঙ্গন এলাকা দেখা করেন। উদ্বোধনের সঙ্গে সঙ্গে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।