জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
আশাশুনিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামান হিমু। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. হাসানুজ্জামান এবং উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন।
সভায় ভোটকেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ, নিরাপত্তা ও ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার উপযোগী করে রাখা, প্রয়োজনীয় সংস্কার ও প্রস্তুতি সম্পন্ন করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

