জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদ্য-নির্বাচিত পরিচালনা পর্ষদ ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি এবং উদ্যোক্তা বান্ধব পরিবেশ গড়ে তুলতে নতুন প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে।
দ্বি-বার্ষিক মেয়াদ উপলক্ষে সাবেক সভাপতি আব্দুল হাকিম মন্ডল তার দায়িত্ব নব নির্বাচিত সভাপতি আনোয়ারুল হক আনু ও কমিটির অন্যান্য সদস্যদের কাছে হস্তান্তর করেন। এ অনুষ্ঠানের আয়োজন করা হয় সোমবার (৫ জানুয়ারি) বিকেলে জয়পুরহাট শহরের কলেজ রোডের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান, জয়পুরহাট জেলা জামায়েতের আমির ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ, সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী রাশেদুল ইসলাম সবুজ, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ মোমেন ফকির, চেম্বারের সাবেক সভাপতি বেলায়েত হোসেন লেবু সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ।
নবনির্বাচিত কমিটির সদস্যরা আগামী দুই বছরের জন্য চেম্বারের কার্যক্রম নেতৃত্ব দান করবেন এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে উদ্যোগী হবেন।

