Nabadhara
ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তালার কুমিরায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 
জানুয়ারি ৫, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার (৫ জানুয়ারি) বিকাল ৩টায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম লুৎফুল কবির।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার আরেফিন জুয়েল। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা নিশ্চিত করার কথা জানান এবং ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, এলাকার প্রায় ৮০% ভোটার ভোট প্রদান করবেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রায়হান, তালা ও পাটকেলঘাটা সার্কেল ইনচার্জ মোঃ নুরল্লাহ, কুমিরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ মফিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, দলুয়া শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিশ্বাস রফিকুল ইসলাম, বাংলাদেশ ইমাম সমিতির পাটকেলঘাটা থানার সভাপতি মাওলানা আব্দুল হাই প্রমুখ।

সভা পরিচালনা করেন এস আই আনিছুর রহমান। অংশগ্রহণকারীরা ভোট ও সাধারণ আইনশৃঙ্খলার বিষয়ে পুলিশের সঙ্গে মতবিনিময় করেন এবং নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার বিষয়ে আলোচনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।