Nabadhara
ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে ভিডিপি দিবস উদযাপন

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ৫, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ‘ভিডিপি দিবস–২০২৬’ উদযাপিত হয়েছে।

সোমবার (৫ ই জানুয়ারি) সকালে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

জেলা সার্কেল অ্যাডজুটেন্ট অজিত কুমার দাসের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট বিউটি আক্তার। র‍্যালিটি জেলা কার্যালয় থেকে শুরু হয়ে ভিটি শিলমন্দির সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা কার্যালয়ে এসে শেষ হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট বিউটি আক্তার বলেন, আনসার ও ভিডিপি সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভিডিপি সদস্যদের দায়িত্বশীলতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের সকল ভিডিপি দলপতি ও দলনেত্রীসহ বিপুল সংখ্যক আনসার ও ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন। একই সঙ্গে জেলার বিভিন্ন উপজেলার সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্যক্রমে অংশগ্রহণ করেন। এছাড়া উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উদ্বুদ্ধমূলক আলোচনা উপস্থাপন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।