হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতল (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় নজিপুর প্রত্যয় ভিলায় অনুষ্ঠিত হয়েছে উদয়ন সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর নিয়মিত মাসিক সাহিত্য আড্ডার আসর।
গতকাল শনিবার (১০ জানুয়ারি ) পৌষের সন্ধ্যায় দূর দূরান্ত থেকে কবি সাহিত্যিকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে সাহিত্য আড্ডা।
সংগঠনের সভাপতি কবি সাহিত্যিক গবেষক ড.আবুল হায়াত ইসমাইল সভাপতিত্বে ও কবি আহম্মদ হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি প্রফেসর মীর আব্দুর রাজ্জাক,ড.মুহাম্মদ আইয়ুব আলী,অধ্যাপক কবি ও গীতিকার মো.আব্দুর রউফ,প্রভাষক মো.আশরাফুল ইসলাম চৌধুরী,মাহবুব হেলাল,অনিমা দেবনাথ,মারিয়া নূর, সাদিয়া আরেফিন,খাদিজা-তুল কোবরা মুক্তা,সঙ্গীতশিল্পী স্বদেশ মন্ডল,সংগীতশিল্পী জ্যোৎস্না আক্তার এবং শিশুশিল্পী প্রত্যয় প্রমুখ।
উক্ত সাহিত্য অনুষ্ঠানে অনিমা দেবনাথ এর ”সাহিত্য ভুবন”গ্রন্থের এর মোড়ক উম্মোচন হয়, গ্রন্থটি সম্পাদনা করেছেন ড. আইয়ুব আলী এছাড়াও মীর আব্দুর রাজ্জাকের সম্পাদনায় ৈত্র মাসিক পত্রিকা “প্রতিবেদন ”এর মোড়ক উন্মোচন হয়।
সাহিত্যের বিভিন্ন দিক আলোচনা সহ উপস্থিত শিল্পীদের সংগীতের মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠা সাহিত্য অনুষ্ঠানটি শেষ হয় ।

